বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয...
বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। চর্যাপদ পুঁথির একটি পৃষ্ঠা বাংলা ভাষা তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক সময় নিজেদের নাম আত্মগোপন করে অন্যকোন নামে সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম হয়নি। অনেক কবি, সাহিত্যিক,উপন্যাসিক, নাট্যকার তাদের আসল নাম গোপন করে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। নিম্নে তার একটি তালিকা দেওয়া হল।
ক্রমিক নং | প্রকৃত নাম | ছদ্মনাম | বিশেষত্ব |
১ | রবীন্দ্রনাথ ঠাকুর | ভানুসিংহ ঠাকুর | -- |
২ | অচিন্ত্যকুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী | --- |
৩ | কাজেম আল কোরেশী | কায়কোবাদ | কবি |
৪ | কালিকানন্দ | অবধূত | --- |
৫ | কামিনী রায় | জনৈকি বঙ্গমহিলা | --- |
৬ | কালীপ্রসন্ন সিংহ | হুতোম পেঁচা | --- |
৭ | প্রমথ চৌধুরী | বীরবল | --- |
৮ | প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর | --- |
৯ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | কমলাকান্ত | --- |
১০ | বলাইচাঁদ মুখোপাধ্যায় | বনফুল | --- |
১১ | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় | যাযাবর | --- |
১২ | বিমল ঘোষ | মৌমাছি | --- |
১৩ | বিহারীলাল চক্রবর্তী | ভোরের পাখি | --- |
১৪ | মাইকেল মধুসূদন দত্ত | টিমোথী | --- |
১৫ | শেখ আজিজুর রহমান | শওকত ওসমান | --- |
১৬ | গোলাম মোস্তফা | কবি সুধাকর | --- |
১৭ | সতেন্দ্রনাথ দত্ত | ছন্দের যাদুকর | --- |
১৮ | মীর মশাররফ হোসেন | গাজী মিয়াঁ | --- |
১৯ | মোহাম্মদ জহিরুল্লাহ | জহির রায়হান | --- |
২০ | মোহিতলাল মজুমদার | কৃত্তিবাস ওঝা; সত্যসুন্দর দাস | --- |
২১ | সমরেশ বসু | কালকূট; ভ্রমর | -- |
২২ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অনিলা দেবী | ---- |
২৩ | রোকনুজ্জামান খান | দাদাভাই | ---- |
২৪ | মোঃ শহীদুল হক | শহীদুল জহির | ---- |
২৫ | রাজশেখর বসু | পরশুরাম | ---- |
২৬ | সুনীল গঙ্গোপাধ্যায় | নীল লোহিত | ---- |
২৭ | সুভাষ মুখোপাধ্যায় | সুবচনী | ---- |
২৮ | বিমল মিত্র | জাবালি | ---- |
২৯ | নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ | ঔপন্যাসিক ছোটগল্পকার নাট্যকার |
৩০ | আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ | শহীদুল্লা কায়সার | ঔপন্যাসিক |
COMMENTS